প্রিয় কৃষক ভাই,
পুরাতন চাষাবাদ পদ্ধতি আর এ আধুনিক যুগের সাথে কোন মতে খাপ খায় না। তাই দেশের কৃষি বিজ্ঞানীগণ প্রতিটি ফসলের উন্নত জাত সৃষ্টি করতে সফলকাম হচ্ছেন প্রতিনিয়ত। পাশাপাশি আপনাদের পরিশ্রম ও জমির সদ্ব্যবহার ফলনের লক্ষ্যমাত্রায় পৌছানোর জন্য প্রতিনিয়ত বদ্ধপরিকর। আর এ জন্যই ফসলের বাম্পার ফলন সম্ভব হচ্ছে। আপনাদের চাষাবাদ পদ্ধতির একটু পরিবর্তনই পারে বিজ্ঞানীদের ফলনসীমার নিকট পৌছাতে। তাই মৌসুমওয়ারি ফসলভিত্তিক আধুনিক চাষাবাদ পদ্ধতি আপনাদের জন্য খুব কার্যকর বলে মনে করে এ সাইটের চলমান পাতাটিতে যুক্তকরা হয়েছে বিভিন্ন মাঠ ফসলের চাষাবাদ পদ্ধতি। আপনার চাহিদা মোতাবেক নিম্নোক্ত ফসলের নামের উপর ক্লিক করে জানতে পারবেন ঐ ফসলে আধুনিক চাষাবাদ ব্যবস্থাপনা বা চাষাবাদ কৌশল।
আপনাদের মূল্যবান মতামত আমাদের খুবই জরুরী। তাই এ রকম তথ্য আরও পেতে আমাদের সাথে থাকুন এবং মূল্যবান মতামত প্রদান করুন।
.jpeg)
মাঠ ফসল
.jpeg)
বিভিন্ন মাঠ ফসলের চাষাবাদ পদ্ধতি
খরিপ- ২ মৌসুম (১৬ জুন-১৫ অক্টোবর) | রবি মৌসুম (১৬ অক্টোবর-১৫ মার্চ) | খরিপ- ১ মৌসুম (১৫ মার্চ- ১৫ জুন) | বছরব্যাপী ফসল |
আউশ ধান |
মাঠ ফসল কী?
যে সকল ফসল সাধারণত বিস্তীর্ণ মাঠে, বড় জমিতে, নিচু ও মাঝারি উঁচু জমিতে বেড়াবিহীন অবস্থায় চাষ করা হয় তাদেরকে মাঠ ফসল বলে।
চাষকৃত ফসলের মধ্যে সব ফসল আবার মাঠে জন্মে না। মাঠে
ব্যাপকভাবে প্রায় ২০-৩০টি ফসল চাষ করা হয়। এসব ফসলের মধ্যে দানাশস্য যেমন
ধান, গম, ভূট্টা প্রধান। মাঠে চাষ করা হয় বিভিন্ন রকমের ডালশস্য, তেলবীজ ফসল,
পাট, আখ ইত্যাদি।
নিম্নে বিভিন্ন মাঠ ফসলের চিত্র তুলে ধরা হলো।
![]() |
চিনা বাদাম |
![]() |
মাসকলাই |