পশু ও পাখি


শিরোনাম ক্লিক করে  এগিয়ে যান.......





প্রবন্ধ

দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করতে কৃষির কোন বিকল্প নেই। তাই গ্রামের সু-শীতল পরিবেশকে উপভোগ করতে গেলে দেখা যায় দেশের আনাচে কানাচে গবাদি পশুর বিচরণ ক্ষেত্র। কৃষকের আর্থ-সামাজিক কাঠামো উন্নয়নে গবাদি পশু পালন, হাঁস-মুরগী পালন, কবুতর পোষা ইত্যাদি যেন গ্রামের একটি সাধারণ বিষয়। কিন্তু বানিজ্যিকভাবে এর ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। তাই এখন গবাদি পশুর বিচরণ ক্ষেত্র গ্রামে-গঞ্জে দেখা গেলেও গবাদি পশু, ছাগল আর তেমন দেখা যায় না। গরু-ছাগল এখন কৃষকের খামারেই অবস্থান করে থাকে। খামারের এ ব্যবস্থাপনা গবাদি পশুকে এখন পরাধীনতার শিকলে বন্দী করে ফেলেছে। এমতা বস্থায় কৃষককে খামারের এই বানিজ্যিকীকরণ আরও সুদূরপ্রসারী করতে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদি পশু পালন ও হাঁস-মুরগী পালন অত্যান্ত জরুরী বিষয় হয়ে দাড়িয়েছে।

বাছুর, গাভী ও ছাগল পালন, গবাদি পশুর স্বাস্থ্য ও পরিচর্যা, গৃহপালিত পাখি পালন ও হাঁস-মুরগীর হ্যাচারি ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনে করণীয় বিষয়সমূহ কৃষক ভাইদের সাথে শেয়ার করার জন্য আমাদের সাইটের এ পাতাটি কার্যকর হতে পারে।

আপনাদের মতামত ও পরামর্শ আমাদের একান্ত প্রয়োজন। তাই আমাদের সাথে থাকার অনুরোধ করছি।


একটি মন্তব্য পোস্ট করুন (0)

কৃষক ভাইদের জন্য সমসাময়িক তথ্য

W