বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এ দেশের খাদ্যাভাব নিরসনে ধান উৎপাদন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়টি আমরা গুরুত্বারোপ করে অনেক সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা করে ধান চাষী ভাইদের জন্য তৈরী করেছি ধানের জাত ও বৈশিষ্ট্য এবং উৎপাদন কৌশল সম্পর্কিত ওয়েবসাইটের এ পাতাটি। এ পেজের সাহায্যে কৃষক ভাইয়েরা জানতে পারবেন কৃষি মন্ত্রণালয়াধীন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উফশী (উচ্চ ফলনশীল) ধানের জাত বৈশিষ্ট্য ও উৎপাদন কৌশল বিষয়ক লিফলেট। কৃষক ভাইয়েরা নিম্ন লিখিত বক্স অথবা লিংকে ক্লিক করলে আলাদা ট্যাবে একটি পিডিএফ শীট বা লিফলেট পাবেন। প্রয়োজনে প্রিন্ট করে ধান চাষ বিষয়ক জ্ঞান আহরন করতে এ পেজটি আপনাদের সহায়ক হিসেবে কাজ করতে পারে।
আপনাদের কৃষি সেবা প্রদানে আমরা হাতে নিয়েছি এ গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় ব্যবস্থাপনা। তাই আমাদেরকে আপনার মূল্যবান মতামত দিয়ে সাথে থাকার জন্য অনুরোধ করছি।