কৃষক ভাইদের জন্য আমাদের সাইটের এ পাতায় নিয়ে এসেছি বিভিন্ন ফসলের বীজ সংরক্ষণ ও সংরক্ষণত্তোর প্রযুক্তি বিষয়ক জ্ঞান। নিচে উল্লিখিত ফসলের নামের উপর ক্লিক করে কৃষক ভাইয়েরা জানতে পারবেন এসব প্রযুক্তি লব্ধ নানান তথ্য ও প্রতিবেদন। আপনাদের নিকট কৃষির এ তথ্যবলী প্রদানের মাধ্যমে আপনাদের পাশে থাকতে পেরে খুবই আনন্দ অনুভব করি। আমাদের এ প্রচেষ্টা আপনাদের জন্য নতুন কিছু সরবরাহ করতে পারে।
তাই আপনার মূল্যবান মতামত প্রদান করে আমাদের পাশে থাকতে ভুলবেন না।
বীজ প্রযুক্তি ব্যবস্থাপনা
খরিপ- ২ মৌসুম (১৬ জুন-১৫ অক্টোবর) | রবি মৌসুম (১৬ অক্টোবর-১৫ মার্চ) | খরিপ- ১ মৌসুম (১৫ মার্চ- ১৫ জুন) | বছরব্যাপী ফসল |
বোরো ধান আলু মিষ্টি আলু | আউশ ধান আদা গ্রীষ্মকালীন পেঁয়াজ | আখ |
ভাল বীজের বৈশিষ্ট্য
- · রোগমুক্ত, পরিষ্কার, পরিপুষ্ট ও চিটামুক্ত।
- · বীজ গজানোর হার ৮০% এর বেশী।
- · সকল বীজের আকার আকৃতি একই ধরনের।
ভাল বীজ- পরিমানে কম লাগে এবং ১০-১৫% ফলন বৃদ্ধি করে।