শিরোনাম ক্লিক করে এগিয়ে যান.......
বীজের জাত ও প্রযুক্তি
ফসল চাষ
বাগান পরিচর্যা
উপরের মেন্যুতে ক্লিক করে চাষ উপযোগী বিভিন্ন জাত ও প্রযুক্তি, ফসল চাষ ও বাগান পরিচর্যা বিষয়ক তথ্য ও প্রতিবেদন দেখতে পারবেন। চাষী ভাইদের জন্য এ পাতাটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ফসল ব্যবস্থাপনায় অর্থনীতির বৃদ্ধি সহায়ক হিসেবে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের জন্য। তাই ফসল চাষে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদানে আমরা হাতে নিয়েছি এ বিস্তার সম্ভাবনাময় উদ্যোগ। আপনাদের একান্ত আগ্রহ ও পরামর্শ আমাদেরকে আপনাদের পাশে রাখতে আরও উৎসাহি করে তুলতে পারে। তাই সাইটটির পাশে থেকে আমাদেরকে সহযোগীতা করার অনুরোধ করছি।
জাতের সঙ্গাঃ
একটি জাত হল প্রজননযোগ্য গৃহপালিত প্রাণীদের একটি নির্দিষ্ট গোষ্ঠী যাদের সমজাতীয় চেহারা (ফেনোটাইপ), একজাতীয় আচরণ।
অথবা
অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে যা একই প্রজাতির
অন্যান্য জীব থেকে আলাদা করে।
প্রযুক্তির সঙ্গাঃ
প্রযুক্তি বলতে কোন একটি প্রজাতির বিভিন্ন যন্ত্র এবং প্রাকৃতিক উপাদান
প্রয়োগের ব্যবহারিক জ্ঞানকে বোঝায়। নিজের প্রাকৃতিক পরিবেশের সাথে প্রজাতিটি কেমন
খাপ খাওয়াতে পারছে এবং তাকে কীভাবে ব্যবহার করছে তাও নির্ধারণ করে প্রযুক্তি। মানব সমাজে প্রযুক্তি হল বিজ্ঞান এবং প্রকৌশলের একটি আবশ্যিক ফলাফল।
ফসলের সঙ্গাঃ
শস্য (ইংরেজি: Crop) বলতে চাষাবাদযোগ্য উদ্ভিদ অথবা কৃষিজাত উৎপাদিত
পণ্যকে বুঝায়। বীজ, শাকসব্জি কিংবা ফলমূল - এগুলো সবই শস্যরূপে বিবেচিত। কৃষির সাথে
সম্পৃক্ত কৃষক শস্য উৎপাদন করে থাকেন। উৎপাদিত শস্য কৃষিজাত পণ্যের অবিচ্ছেদ্য অংশ।
বাগানের সঙ্গাঃ
বাগান হলো বাড়ির সংলগ্ন বা
বাইরে জমির একটি পরিকল্পিত স্থান যা গাছপালা, ফুল এবং ফল চাষের জন্য ব্যবহৃত হয়। এটি উদ্ভিদ সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সাথে নিবিড়ভাবে জড়িত। বাগানে প্রাকৃতিক এবং মানুষের সৃষ্ট উভয় উপকরণই থাকে।