![]() |
ঈশ্বরদী ৩৮ |
জাত এর নামঃ
ঈশ্বরদী ৩৮
আঞ্চলিক নামঃ
অবমূক্তকারী প্রতিষ্ঠানঃ
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট
জীবনকালঃ
০ দিন
সিরিজ সংখ্যাঃ
৩৮
উৎপাদন ( সেচ সহ ) / প্রতি হেক্টরঃ
১১৩-১৮২ টন কেজি
উৎপাদন ( সেচ ছাড়া ) / প্রতি হেক্টরঃ
০ কেজি
জাত এর বৈশিষ্টঃ
১। লাল পঁচা রোগ মধ্যম প্রকৃতির প্রতিরোধী। উন্নত মানের গুড় তৈরী হয় ।
২। উচ্চ ফলনশীল। বন্যা, খরা ও জলাবদ্ধতা সহিষ্ণু ।
৩। কদাচিৎ ফুল হয়, আগাম পরিপক্ক। কান্ড লম্বা ও মধ্যমাকারের এবং রং হলুদাভ সবুজ।
৪। পর্বমধ্য কনোইডাল (conoidal) আকৃতির। আখের চোখ ছোট ওভেট (ovate) এবং উপরিভাগ গ্রোথরিং স্পর্শ করে ।
৫। চিনির ধারণ ক্ষমতা ১৪.৬৮%
চাষাবাদ পদ্ধতিঃ
১ । বপনের সময় : আগাম রোপণ : আগস্ট- সেপ্টেম্বর মধ্যম রোপণ : অক্টোবর- ডিসেম্বর নাবি রোপণ : ফেব্রুয়ারী – এপ্রিল
২ । মাড়াইয়ের সময় : অক্টোবর – নভেম্বর, ডিসেম্বর – জানুয়ারী, ফেব্রুয়ারী- মার্চ।
৩ । সার প্রয়োগ পদ্ধতি (বেলে মাটির জন্য ) : ইক্ষু রোপণের পূর্বে সম্পূর্ণ ফসফেস, জিপসাম, জিংক, ম্যাগনেসিয়াম এবং এক তৃতীয়াংশ ইউরিয়া ও অর্ধেক পটাশ সার নালায় প্রয়োগ করে কোঁদাল দ্বারা হালকাভাবে কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এক তৃতীয়াংশ ইউরিয়া ও পটাশ সার ইক্ষুর কুশি উৎপাদন সময়ে (১২০-১৫০ দিনের মধ্যে) উপরি প্রয়োগ করতে হবে। বাকী এক তৃতীয়াংশ ইউরিয়া ও পটাশ সার প্রথম উপরি প্রয়োগের এক মাস পরেই দ্বিতীয় দফায় উপরি প্রয়োগ করতে হবে।
৪ । সার প্রয়োগ পদ্ধতি (এটেল মাটির জন্য ) : ইক্ষু রোপণের পূর্বে সম্পূর্ণ ফসফেট, জিপসাম, জিংক, ম্যাগনেসিয়াম এবং অর্ধেক ইউরিয়া ও অর্ধেক পটাশ সার নালায় প্রয়োগ করে কোঁদাল দ্বারা হালকাভাবে কুপিয়ে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া ও পটাশ সার ইক্ষুর কুশি উৎপাদন সময়ে (১২০-১৫০ দিনের মধ্যে) উপরি প্রয়োগ করতে হবে।
৫ । সার প্রয়োগ পদ্ধতি (রোপা ইক্ষু ক্ষেতের জন্য ) : ইক্ষু রোপণের পূর্বে সম্পূর্ণ ফসফেস, জিপসাম, জিংক, ম্যাগনেসিয়াম সার নালায় প্রয়োগ করে কোঁদাল দ্বারা হালকাভাবে কুপিয়ে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া ও পটাশ সার চারা রোপণের পূর্বে প্রয়োগ না করে চারা রোপণের ২০-৩০ দিন পর অর্ধেক ইউরিয়া ও পটাশ সার চারার গোড়ায় স্থানীয়ভাবে প্রয়োগ করে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া ও পটাশ সার ইক্ষুর কুশি উৎপাদন সময়ে (১২০-১৫০ দিনের মধ্যে) উপরি প্রয়োগ করতে হবে।