আখের জাত বৈশিষ্ঠ্য, জাত এর নাম- ঈশ্বরদী ২৮

ঈশ্বরদী ২৮

জাত এর নামঃ

ঈশ্বরদী ২৮

আঞ্চলিক নামঃ

অবমূক্তকারী প্রতিষ্ঠানঃ

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট

জীবনকালঃ

দিন

সিরিজ সংখ্যাঃ

২৮

উৎপাদন ( সেচ সহ ) / প্রতি হেক্টরঃ

৭৮-৯০ টন কেজি

উৎপাদন ( সেচ ছাড়া ) / প্রতি হেক্টরঃ

কেজি

 

জাত এর বৈশিষ্টঃ

১। লাল পঁচা রোগ প্রতি সংবেদনশীলতার কারণে চাষাবাদ রহিত করা হয়

২। উন্নত মানের গুড় তৈরী হয়

৩। উচ্চ ফলনশীল, লবণাক্ত এলাকার জন্য উপযুক্ত

৪। পর্বমধ্য পর্বমধ্য কনোইডাল (Conoidal) আকৃতির।

৫। পুষ্পক এবং মধ্যম পরিপক্ক জাত

৬। আখের চোখ মাঝারী ডিম্বাকৃতির এবং উপরিভাগ গ্রোথরিং স্পর্শ করে

৭। বাহিরের অরিকল ডেলটয়েড (Deltoid) এবং ভিতরের অরিকল ল্যনসিওলেট (Lanceolate) ধরনের

৮। পাতার খোলে কিছু কিছু হুল (Spine) দেখা যায় না

চাষাবাদ পদ্ধতিঃ

বপনের সময় : আগাম রোপণ : আগস্ট- সেপ্টেম্বর মধ্যম রোপণ : অক্টোবর- ডিসেম্বর নাবি রোপণ : ফেব্রুয়ারীএপ্রিল

মাড়াইয়ের সময় : অক্টোবরনভেম্বর, ডিসেম্বরজানুয়ারী, ফেব্রুয়ারী- মার্চ।

সার প্রয়োগ পদ্ধতি (বেলে মাটির জন্য ) : ইক্ষু রোপণের পূর্বে সম্পূর্ণ ফসফেট, জিপসাম, জিংক, ম্যাগনেসিয়াম এবং এক তৃতীয়াংশ ইউরিয়া অর্ধেক পটাশ সার নালায় প্রয়োগ করে কোঁদাল দ্বারা হালকাভাবে কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এক তৃতীয়াংশ ইউরিয়া পটাশ সার ইক্ষুর কুশি উৎপাদন সময়ে (১২০-১৫০ দিনের মধ্যে) উপরি প্রয়োগ করতে হবে। বাকি এক তৃতীয়াংশ ইউরিয়া পটাশ সার প্রথম উপরি প্রয়োগের এক মাস পরেই দ্বিতীয় দফায় উপরি প্রয়োগ করতে হবে।

সার প্রয়োগ পদ্ধতি (এটেল মাটির জন্য ) : ইক্ষু রোপণের পূর্বে সম্পূর্ণ ফসফেট, জিপসাম, জিংক, ম্যাগনেসিয়াম এবং অর্ধেক ইউরিয়া অর্ধেক পটাশ সার নালায় প্রয়োগ করে কোঁদাল দ্বারা হালকাভাবে কুপিয়ে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া পটাশ সার ইক্ষুর কুশি উৎপাদন সময়ে (১২০-১৫০ দিনের মধ্যে) উপরি প্রয়োগ করতে হবে।

সার প্রয়োগ পদ্ধতি (রোপা ইক্ষু ক্ষেতের জন্য ) : ইক্ষু রোপণের পূর্বে সম্পূর্ণ ফসফেট, জিপসাম, জিংক, ম্যাগনেসিয়াম সার নালায় প্রয়োগ করে কোঁদাল দ্বারা হালকাভাবে কুপিয়ে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া পটাশ সার চারা রোপণের পূর্বে প্রয়োগ না করে চারা রোপণের ২০-৩০ দিন পর অর্ধেক ইউরিয়া পটাশ সার চারার গোড়ায় স্থানীয়ভাবে প্রয়োগ করে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া পটাশ সার ইক্ষুর কুশি উৎপাদন সময়ে (১২০-১৫০ দিনের মধ্যে) উপরি প্রয়োগ করতে হবে।

 


1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

কৃষক ভাইদের জন্য সমসাময়িক তথ্য

W