নতুন বছরের প্রথম দিন রাজধানীর খুচরা বাজারে ছয় নিত্যপণ্যের দাম বেড়েছে। পণ্যগুলো হচ্ছে চাল, মসুর ডাল, সয়াবিন তেল, রসুন, এলাচ ও ব্রয়লার মুরগি। তবে একই দিন আট পণ্যের দাম কমেছে।
বুধবার সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক পণ্যমূল্য তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। সংস্থাটি ঢাকার খুচরা বাজার থেকে তথ্য নিয়ে এ তালিকা তৈরি করেছে।
টিসিবি সূত্র জানায়, বছরের প্রথম দিন খুচরা বাজারে প্রতি কেজি সরু চাল ৭০-৮৪ টাকায় বিক্রি হচ্ছে, যা সাতদিন আগে বিক্রি হয়েছে ৬৮-৮০ টাকা। মাঝারি মানের পাইজাম চাল ৫৮-৬৫ টাকায় বিক্রি হচ্ছে, যা সাতদিন আগে ছিল ৫৬-৬৩ টাকা। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৬৬ টাকা, যা সপ্তাহ আগে ১৬৫ টাকা ছিল। প্রতি কেজি মসুর ডাল বিক্রি হচ্ছে ১৪০ টাকা, যা সাতদিন আগে বিক্রি হয়েছে ১৩৫ টাকা। দেশি রসুন কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২৪০-৩০০ টাকা, যা আগে বিক্রি হয়েছে ২৩০-২৮০ টাকা। প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে ৪ হাজার ৫০০ টাকা। টিসিবি পণ্যটির এক সপ্তাহ আগের মূল্য প্রকাশ করেনি।
তবে খুচরা বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহের ব্যবধানে এলাচের দাম কেজিপ্রতি ১০০ টাকা বেড়েছে। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০-২২০ টাকা, যা সাত দিন আগে বিক্রি হয়েছে ১৮৫-২১০ টাকা।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি গোলাম রহমান বলেন, যৌক্তিক কারণে কিছু পণ্যের দাম বাড়তে পারে, যা ২০২৪ সাল থেকে অব্যাহত আছে। সরকার মূল্য বেঁধে দিলেও তা কার্যকর হচ্ছে না। এছাড়া সরকার নীতি সহায়তা দিলেও বাজারে পণ্যের দাম কমছে না। তাই সংশ্লিষ্টদের নতুন বছরে কঠোর তদারকির মাধ্যমে পণ্যমূল্য সহনীয় করতে হবে।
অন্যদিকে টিসিবি জানায়, সপ্তাহের ব্যবধানে বছরের প্রথম দিন আট পণ্যের দাম কমে বিক্রি হচ্ছে। এর মধ্যে খোলা পাম অয়েল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৫৫ টাকা, যা সাতদিন আগে ১৫৬ টাকা ছিল। প্রতি লিটার রাইস ব্রান তেল বিক্রি হচ্ছে ১৯০ টাকা, যা আগে ২০০ টাকা ছিল। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১২০ টাকা, যা আগে ১২৫ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা, যা সাতদিন আগে ৭৫ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা, যা আগে ১১০ টাকা ছিল। আমদানি করা রসুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৩০ টাকা, যা আগে ২৪০ টাকা ছিল। আমদানি করা আদা বিক্রি হচ্ছে ১০০-২৫০ টাকা, যা সাতদিন আগে ছিল ১১০-২৬০ টাকা। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১২৫ টাকা, যা আগে ২২৭ টাকা ছিল
তথ্যসূত্র: যুগান্তর প্রতিবেদন, প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫,