২০২৪-২৫ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প এর আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত


কর্মশালার স্থিরচিত্র

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যোগে০১ ডিসেম্বর, ২০২৪ খ্রি: তারিখে ফরিদপুর সদর উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা।

এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জনাব কৃষিবিদ মোঃ মনজুরুল হক, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল, ফরিদপুর এবং সভাপতিত্ব করেন জনাব কৃষিবিদ আব্দুল কাদের সরদার, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, গোপালগঞ্জ। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সমন্বিতব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব কৃষিবিদ মোঃ সফিউজ্জামান।

অন্যান্য উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ফরিদপুর এবং অঞ্চলের আওতাধীন জেলা ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুর জেলা এবং হর্টিকালচার সেন্টার ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ রাজবাড়ির উপপরিচালকগণ। জেলা দপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার, অতিরিক্ত উপপরিচালক, উপজেলা কৃষি অফিসে কর্মরত উপজেলার কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসারগণ এবং কতিপয় উপসহকারী কৃষি অফিসারবৃন্দও কর্মশালায় আমন্ত্রিত ছিলেন।

কৃষি মন্ত্রণালয়াধীন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীগণসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ডিএই ফরিদপুর অঞ্চলের আওতাধীন জেলাসমূহের কৃষি প্রকৌশলীগন সংশ্লিষ্ট জেলার মাঠ পর্যায়ের চলমান কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক তথ্য পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থিত সদস্যদের মাঝে তুলে ধরেন।

উপস্থিত কৃষিযন্ত্র ব্যবহারকারী কৃষকগণের বক্তব্যের মাধ্যমে কম্বাইন হারভেস্টার, সিডার, রাইস ট্রান্সপ্লান্টার ইত্যাদি কৃষিযন্ত্র ব্যবহারের উপকারিতা ও সুফল এবং ব্যবহার জনিত বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপিত হয়। কৃষকের এসকল সমস্যা নিরসনের জন্য বাজারে বিভিন্ন কোম্পানি প্রতিনিধিগণ পরামর্শ মূলক আলোচনা রাখেন এবং মাঠ পর্যায়ে এসব কৃষিযন্ত্র সম্প্রসারণের বিষয়ক উপসহকারী কৃষি অফিসারের নিকট থেকে বিভিন্ন অভিজ্ঞতা বিষয়ক বর্ণনা কর্মশালায় উপস্থাপিত হয়। 

দিন ব্যাপি এ কর্মশালাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর জেলা দপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) জনাব কৃষিবিদ মোঃ রইচ উদ্দিন এর উপস্থাপনায় খুব সুন্দরভাবে শেষ হয়।


একটি মন্তব্য পোস্ট করুন (0)

কৃষক ভাইদের জন্য সমসাময়িক তথ্য

W