বাংলাদেশে অত্যন্ত বিপদজ্জনক কীটনাশক HHPs রাসায়নিকের উন্নত ব্যবস্থাপনার জন্য ক্ষমতা উন্নয়নে ফরিদপুরে আঞ্চলিক কর্মশালা
কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল, ফরিদপুরের সহযোগিতায় (১৬ নভেম্বর/২০২৪ খ্রিঃ) রোজ শনিবার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল ফরিদপুরের কনফারেন্স রুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ মোঃ মঞ্জুরুল হক।
স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মো. রমিজ উদ্দিন, কৃষি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
কী-নোট উপস্থাপনা করেন- প্রফেসর ড. গোপাল দাস, কীটতত্ত¡ বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। এসময়ে তিনি বলেন, আমরা যেসব কীটনাশক ব্যবহার করছি সেটাতে ক্ষতির সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। আমাদের দেশে ৪২% কৃষক ক্যান্সারে আক্রান্ত এবং অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে। আমরা যদি সঠিক ভাবে কীটনাশক ব্যবহার করতে পারি তাহলে পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা পাবে, তেমনই আমাদের জীবন থাকবে নিরাপদ। যেসব কৃষক প্রতিনিধি উপস্থিত আছেন আপনারা সবাই জৈব বালাইনাশক ব্যবহার করবেন এবং অন্য কৃষকদের এই কথা গুলো পৌছে দিবো এতে করে আমরা সকলেই উপকৃত হতে পারি এবং কীটনাশকের বিভিন্ন ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন।
কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, রাজবাড়ীর উপপরিচালক, কৃষিবিদ ড. মোঃ শহিদুল ইসলাম, শরিয়তপুরের উপপরিচালক
কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন, মাদারিপুরের উপপরিচালক কৃষিবিদ ড. সন্তোষ চন্দ্র চন্দ, গোপালগঞ্জের উপপরিচালক, কৃষিবিদ আঃ কাদের সরদার, হর্টিকালচার সেন্টার, ফারিদপুরের উপপরিচালক কৃষিবিদ মোঃ জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।
কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ফরিদপুর অঞ্চলের অন্যান্য দপ্তরের ৩০ জন কর্মকর্তা ও কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রইচ উদ্দিন।
সংবাদ সংগ্রহেঃ আসাদুল্লাহ, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, বরিশাল (ফরিদপুর প্রতিনিধি)