কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের দুর্বল দিকসমূহ

 

ফরিদপুরের দুর্বল দিক


আঞ্চলিক কৃষির দূর্বল দিক 

 

·                      বন্যায় মাঝে  মাঝে ফসলহানি হয়।

·                     উৎপাদিত পেঁয়াজের একটি অংশ কৃষকের ঘরে সঠিক ভাবে সংরক্ষনের অভাবে পচে যায়।

·                     স্থানীয় ভাবে কোন পাট বীজ উৎপাদিত হচ্ছে না। অধিকাংশ বীজই ভারত থেকে আমদানি করা হয়।

·                     গ্রীষ্মকালীন টমেটো আবাদে ভাইরাসে আক্রমনের হার বেশী ।

·                     সবজী উৎপাদনে অতিরিক্ত বালাইনাশক ব্যবহার করা হয়।

·                     পেয়াজের পার্পল ব্লচ ও মশুর চাষে ষ্টেম ফাইলাম রোগের আক্রমনের ফলে ফলন কম হয়।

·                     কাঙ্খিত উন্নত জাতের বীজের স্বল্পতা।

·                     বীজ বপন রোপন এবং কর্তন যন্ত্রের অধিকমূল্য (ভর্তুকী মূল্য তুলনামূলক অনেক বেশী)

 


 


একটি মন্তব্য পোস্ট করুন (0)

কৃষক ভাইদের জন্য সমসাময়িক তথ্য

W