কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর আঞ্চলিক দপ্তরে বিভাগীয় মাসিক সভা
![]() |
ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় মাসিক সভা |
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় সভা বুধবার
(২৭ নভেম্বর) নগরীর আঞ্চলিক দপ্তরের কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর
অঞ্চল ফরিদপুরের উদ্যোগে সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ মঞ্জুরুল হক , অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ
অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল, ফরিদপুর।
সভায় অন্যান্যের
মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ মোঃ শাহাদুজ্জামান, রাজবাড়ীর উপপরিচালক
কৃষিবিদ ড. মোঃ শহিদুল ইসলাম, শরিয়তপুরের উপপরিচালক
কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন, গোপালগঞ্জের উপপরিচালক আঃ কাদের সরদার, হর্টিকালচার সেন্টার ফারিদপুরের উপপরিচালক মোঃ জসীম
উদ্দিন।
সভায় বিভিন্ন আলোচনার মধ্যে ছিল-
· পেঁয়াজ, সরিষা, গম ও ডাল ফসলের আবাদ এবং রবি মৌসুমের বিভিন্ন
ফসলের আবাদ বৃদ্ধি করতে হবে।
· রবি ফসল বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে উপসহকারি কৃষি কর্মকর্তাদের
সব চেয়ে বড় ভুমিকা পালন করতে হবে।
· প্রশিক্ষণ, মাঠ দিবস কর্মসূচি যথাযথ সময়ে করতে হবে। কৃষি প্রণোদনা
ও পূনর্বাসন কার্যক্রম এর অগ্রগতির প্রতিবেদন।
এছাড়াও সভায় ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের
অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহন করেন।
সংবাদ
সংগ্রহেঃ আসাদুল্লাহ, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, ফরিদপুর প্রতিনিধি।