![]() |
কৃষকের ব্যস্ত সময় |
দূর্বল দিককে শক্তিশালী করতে করণীয়
·
ক্বাধ নির্মাণ, স্নইচগেট নির্মান ও সংস্কার, খাল খনন, সেচ ও নিস্কাসন ব্যবস্থা উন্নতকরণ।
·
পেঁয়াজ সংরক্ষণের জন্য হিমাগার তৈরী ও দেশীয় পদ্ধতিতে পেয়াজ সংরক্ষনের বিষয়ে প্রশিক্ষণ প্রদান।
·
নাবী পাটবীজ উৎপাদন কর্যক্রম জোড়দারকরণ।
·
হোয়াইট ফ্লাই দমনের জন্য কর্যকর প্রশিক্ষণ প্রদান ।
·
আইপিএম পদ্ধতির ব্যবহার, কৃষক মাঠ স্কুলে সংখ্যা বৃদ্ধি, বিভাগীয় প্রশিক্ষণ দ্বারা আইপিএম এফএফএস বাস্তবায়ন , বিটি বেগুনের চাষ সম্প্রসারণ । বায়ো-পোষ্টসাইডের ব্যবহার বৃদ্ধিকরণ।
·
বীজ শোধনকারী বালাইনাশকের প্রাপ্যতা নিশ্চিত করা।
·
কৃষিতে যান্ত্রিকীকরণ উতসাহিত করতে যন্ত্রের উপর ভূর্তুকী বৃদ্ধি করা ও কৃষকের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা।
·
কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষনের ব্যবস্থা করা