![]() |
ফরিদপুরের সবল দিক |
আঞ্চলিক কৃষির সবল দিক
·
দানা জাতীয় ফসল উৎপাদনে অত্র অঞ্চল উদ্বৃত্ত ২৮৪৪৪০ মে.টন।
·
পেঁয়াজে অত্যন্ত সমৃদ্ধঃ পেঁয়াজ উদ্বৃত্ত ১১৫৪৪৩৯ মে. টন, পেঁয়াজ বীজ ১১০৯৫ মে.টন।
·
পাটের উৎপাদন ও আশের গুনগত মানে প্রসিদ্ধ, পাটের কাঠি চারকোল উৎপাদনে ব্যবহার হচ্ছে।
·
বাণিজ্যিক ভিত্তিক আম, পেয়ারা, কলা, পেঁপে ও কুল চাষ বৃদ্ধি ।
·
ড্রাগন ফ্রুট, সফেদা, ফুল (গ্লাডিওলাস সহ) ইত্যাদি উচ্চ মূল্যের ফসলের আবাদ বৃদ্ধি।
·
চর অঞ্চলে বাদাম, ভুট্টা কলা, মিষ্টি আলুর আবাদ বৃদ্ধি পাচ্ছে।
·
বীজশোধন ও রবি মৌসুমের লাগসই প্রযুক্তি সম্প্রসারনের জন্য অনানুষ্ঠানিক প্রশিক্ষণ (উঠান বৈঠকে ১,০৯,৫০০ কৃষককে হাতে কলমে প্রশিক্ষণ) এ বছর লক্ষমাত্রা ১,২০,০০০ ইতোমধ্যে ২২,০০০ উঠান বৈঠক সম্পন্ন হয়েছে।
·
প্রতিটি ব্লকে ১টি করে প্রযুক্তিগ্রাম স্থাপন ।
·
মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিটি ব্লকে ৫০ টি কম্পোষ্ট, ১০ টি ভার্মিকম্পোষ্ট, ৫ হে. সবুজ সার ও ২০ টি বাড়িতে মডেল সবজি বাগান ও পুরাতন ফল বাগান রিজুভেনাইজেশন কার্যক্রম চলমান।
·
নিরাপদ সবজী উৎপাদনের লক্ষে সেক্স ফেরোমন ফাঁদ স্থাপন এবং জৈব সারও বালাইনাশক ব্যবহার মাধ্যমে নিরাপদ সবজী উৎপাদনে পরিবর্তণ আনা হচ্ছে ।
·
ধাপের উপর এবং মাছের ঘেরের আইলে শাক সবজী উৎপাদন ।